মেহজাবিন রাখি: সবাই ভাল আছেন? আরো ভালো থাকবেন এই ছবিগুলো দেখার পর আমি জানি??
তুলশীমালা চালের পোলাও এর আবদার প্রায় প্রতি উইকেন্ড এই থাকে আম্মুর কাছে। এখন যেহেতু অফিস ছুটিই তাই ডেইলি একবার করে আবদার করি.. আম্মু আশায় ভাসায় আজ দিব কাল দিব করে..?
এ্যাটলাস্ট আবদার মিটলো? তুলশীমালার পোলাও হলো সাথে দেশী সালাদ, দেশী মুরগীর ডিম আর কোয়েলের ডিম ভুনা, পটল এর কোর্মা আর দেশী চিকেন ফ্রাই হিহিহিহি?❤
আব্বু টেবিলে এসেই যথারীতি চোখ বড় করে ভ্রু কুচকে জানতে চাইলেন এটা তুলশীমালা তো? আম্মুর বরাবরের ত্যাড়া উত্তর না কচু? এরপর বাবা ঘ্রাণ নিয়ে নিরিহ চেহারা নিয়ে বললেন হুহ তুলশীমালা ই তো, কচু বল ক্যান?
তারপর আম্মু একগাদা শুনিয়ে দেন, বাসমতী আনা তো সেই জানুয়ারিতে বন্ধ হয়েছে। চিনিগুড়াও আনোনা দেড়মাস। তাহলে জিজ্ঞেস কর কেন ঢং করে? এরপর আমি আর বোন হাসতে হাসতে শেষ?
যেদিন ই তুলশীমালার কিছু হয় এমন ই চিনির রসে ডোবানো দাঙ্গা লাগে আর আমরা দুইবোন হেসে কুটিকুটি হই?
ব্রেকিং নিউজ হলো বাবার পর ওপরের দুইবাসার আন্টি আর নীচের বাসার আন্টিদের ব্রেইনওয়াশ ডান। তাঁরাও সিদ্ধান্ত নিলেন এই চাল কিনবেন, দেশ ঠিক হলে?
ট্রিট দেন Md Daloare Hossain ভাই?