সাদিয়া খন্দকার : উই তে কেনাকাটার ৫ম দিন। Md Daloare Hossain ভাইয়ের তুলশীমালা চাল।
এর আগে নকশীকাঁথার ইভেন্টে নিয়েছিলাম ২ কেজি। সবার পছন্দ হয়েছে। রিভিউ ও দিয়েছিলাম। আজ আবার দিলাম। বর বলছিলো ৫ কেজি অর্ডার করো। বাচ্চাদের ভালো লাগবে খেতে। অর্ডার করার পর এমাসেই পেয়েছি। এরপর পোলাও বিরিয়ানী কিছুই করিনি। আমি যেটা করেছি তা হলো রেগুলার ভাতের চালের সাথে অল্প করে মিলিয়ে দিয়েছি। ঘ্রানে সারা ঘর ভরে গেছে। বাচ্চারা অনেক মজা করে খায়। এতে ভাত অনেক তাড়াতাড়ী হয়ে যায়। আমি ভাত খেতেই পারিনা। এর ঘ্রানে এখন একটু খাই। প্রতিদিন ই ভাবি আজ একটা সুন্দর রিভিউ লিখবো । কিন্তু রান্নার পর ছবি তোলার কথা মনে থাকেনা। আশেপাশের সবার এক প্রশ্ন, “ভাবী কি প্রতিদিন পোলাও খান? ঘ্রানে ভরে যায়।” আমি শুধু হাসি। আমার বাচ্চারা এখন ভাত খেতে পছন্দ করে। সব তুলশীমালার ক্রেডিট।
অনেক অনেক শুভকামনা ভাইয়া। আপনার কল্যানে এতো অসাধারন খাবার খেতে পারছি। আমি সুন্দর করে সাজাতে পারিনা। তাও দিলাম। ছবি তোলার পর মেয়ে বলতেছে, “এখন থেকে এভাবে প্লেট সাজিয়ে দেবে”। ছবিতে সাদা ভাত, সব্জি , ইলিশ ভাজা, বেগুন ভাজা আর টমেটো ভাজি।