আরিফা : কাল থেকে দেখছি সবাই মজার মজার খাবার খাচ্ছে। আর তুলাশীমালা দিয়ে নিগার আপু ফ্রাইড রাইস করেছিলেন। এনিকা আপুর তুলাশীমালা চাপড়ি, খিচুড়ি সব দেখছিলাম আর ভাবছিলাম আজকের রান্না তো শেষ। আজ করতে গেলে বেশ কিছু খাবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই কাল করবো।
কালকেই মাথায় ঢুকে গিয়েছিলো, তাই আজ সকালে উঠে কোনো-রকম নাস্তা করে সব রেডি করে উইতে আসি পোস্ট পড়তে আর কমেন্ট করতে। আর কখন এত্তোগুলা সময় পার হয়ে গেছে টের পাই নি। তাই রান্নায় দেরি করে ফেললাম।
আজকের মেনু- তুলাশীমালা দিয়ে ফ্রাইড রাইস, চাইনিজ ভেজিটেবল, মুরগির পাতলা ঝোল, টমেটো আর কাঁচামরিচ।
তুলাশীমালা দিয়ে তৈরি করা খিচুড়ি তো ভাইয়া বেশি খেয়েফেলেছিল আর আজ আমরা সবাই লাস্ট চামচ নিয়ে কাড়াকাড়ি অবস্থায় পড়ে গিয়েছি। ওহ বলা হয় নি লক ডাউনের ছুটিতে আমার দুই খালামনি আমাদের বাসায় এসেছে। ৪ তারিখ পর্যন্ত এখানেই থাকবে। আমার ছোট খালামনি তো বলেই ফেললো ফ্রিজ থেকে শুরু করে আলমারী সব-খানে দেখি অন-লাইন থেকে কেনা জিনিস সব।
আমি একগাল হেসে বললাম তোমাকেও এই গ্রুপে এড করায়ে দিবোনে তাহলে তুমিও সব পেয়ে যাবা।
ধন্যবাদ Razib Ahmed স্যার এবং দেলোয়ার ভাই। আপনাদের জন্য এমন মজার খাবার খেতে পারছি পরিবারের সবাই মিলে।