শারমিন ইসলাম অমি : যতবারই তুলসীমালা নিয়েছি প্রতিবার পোলাও টাই রান্না করা হয়েছে। ৩য় বার নিয়ে এবার মনে হলো এবার কি করা যায়…
তুলসীমালার পোলাও তো অনেক বার খেয়েছি ভাবলাম এবার খিচুড়ি করে দেখি।যেই ভাবা সেই কাজ। খিচুড়ি খেয়ে তো সবাই খিচুড়ির ফ্যান হয়ে গেছে???
রাতে খিচুড়ি করেছিলাম সেবা খেয়ে একটু ছিলো, পরের দিন সেটা নিয়ে বসে গেলাম সবাই কারন কেউ মজার খাবারটা ছাড়তে রাজি না? সাথে কাবাবও ছিলো আর সবজি, মাছ, আচরও ছিলো.. সাথে পুদিনাপাতাও এড করেছিলাম খিচুড়িতে বেশ সুন্দর ঘ্রান আসছিলো ট্রাই করে দেখতে পারেন।
নেক্সট হবে তুলসীমালার বিরিয়ানি ❤?
