শাহানা ইসলাম : আমার পরিবারে সদস্য সংখা তিন জন, এই তিন জনের সাপ্তাহিক ছুটি আবার ভিন্ন ভিন্ন তিন দিন৷ আমার ছেলে সাইফান.. শুক্রবার ছুটি স্কুল, সাহেবের সোমবার, আর আমার কোন ছুটি নাই৷ হয়তো কোন এক বৃহস্পতিবারে ছুটি কাটাই৷ ফ্যাক্ট আমার উদ্যোক্তা জীবন.. যেহেতু আমার কাজের জন্য রোজ বেরুতে হয়, আর মাঝে মাঝে লং ডে বাহিরের কাজ থাকে৷ প্রোডাক্ট মেটেরিয়াল্স গুলো সংগ্রহ করা লাগে..
তাই ..আজ সাহেবের ছুটি বলে সামান্য আয়োজন… তুলশীমালা চালের বিড়িয়ানী ও পায়েস…. রিভিউ সাহেব দিবে….
দম থেকে নামাবার সময় একটু চেস্ট করে আমায় বলে, আরও পাঁচ কেজি অর্ডার করো… ???