সোম জাফরিন জাহান : তুলসীমালায় ভালো কিছু করার অপেক্ষায় আছি, বিভিন্ন ঝামেলায় হচ্ছে না। বাসার সবাই যেদিন থাকবে, সেদিন করবো। কিন্তু তরও ও তো সয় না?? আজকে রাতে একটা দাওয়াত আছে, শুশুর বাড়িতে। তাই কিছু গেস্ট বিকেলে আসবেন আমার বাসায়। সকাল থেকে অনেক কিছুই করছি। আম্মু বললো একটু পিঠা বানাবে। তো এই পিঠাতে তো চালের গুড়ো দিতে হবে। হঠাৎ আমার মনে হলো তুলশীমালার গুড়ো করে দিয়ে দেখা যায়। যেই ভাবা সেই কাজ। ব্যস পাকান পিঠায় তুলশীমালা?? পিঠার ঘ্রাণ যে এতো সুন্দর হয়েছে কি বলবো। অসাধারণ, আজকে আর পিঠা একটাও থাকবে না জানি?আমি তো খেয়ে ফেলেছি ২টা, পরে মনে হয় না ভাগে পাবো??অনেক ধন্যবাদ Md Daloare Hossain ভাইয়া, এতো সুন্দর একটা জিনিস আমাদের হাতে পৌছে দেওয়ার জন্য। এই চালের নাম তো জানতামই না।
**দুনিয়ার কাজ হাতে, এর মধ্যেই একটু সাজিয়ে ছবি তুললাম। উই পরিবারের সাথে তাজা তাজা শেয়ার করতে না পারলে আবার শান্তি পাই না ??।