সাবাহ বিনতে আমিন : আমি এখন শুধুমাত্র তুলসীমালার চাল ই খেয়ে থাকি? মাঝে ভেবেছিলাম বন্ধ করে দিব কারণ আমার ওজন বেড়ে যাচ্ছিল এত মজা খেতেই থাকি এখন ভাবলাম বন্ধ করা থেকে একটু কমিয়ে খাব তাও এই চালটা না খেয়ে আমি থাকতে পারবো না? এত মজা যা দিয়ে খাই মনে হয় খেতেই থাকি? খাবারের টেস্টি পাল্টায় দেয় সবাইকে বলব তুলসীমালা আস্তে আস্তে রেগুলার খাওয়া শুরু করুন? আসেন সবাই মিলে আমাদের কৃষিদের সাহায্য করি দেলোয়ার ভাই কেও এগিয়ে নিয়ে যাই বাকিটা আপনাদের ইচ্ছা? ধন্যবাদ?
শুধুমাত্র তুলসীমালার চাল ই খেয়ে থাকি ।। সাবাহ বিনতে আমিন
