দীপ বনিক : গতকাল সকালে আমি বাসায় আসছি, মানে চট্টগ্রাম ??
কিন্তু আসার আগে আমি তুলশীমালা চাল নিয়েছিলাম দোলয়ার ভাইয়ের কাছ থেকে, যদিও আমি ভাই থেকে পরিমাণে কম নেয় কারণ আমার পরিবারের সদস্য সংখ্যা মাত্র ৩ জন, কিন্তু এর আগেও একবার আমি ভাই থেকে এই চাল নিয়েছিলাম, তাই এই হিসাবে আমি একজন রিপিট কাস্টমার??

তবে এইবারের নেওয়াটা একটু আলাদা ছিল, কারণ আমি আগের বার নিজে টেস্ট করতে পারি নাই তাই এইবার এই সৌভাগ্য আমার হয়েছে। আজ মাকে সকালেই আমি বলি তুলশীমালা চাল দিয়ে খিচুড়ি খাব, সাথে যেন আলু ভাজি থাকে, ব্যাস দুপুরে দেখি খাওয়ার রেডি আর মার রান্না করার সময় থেকেই আমি ভালো গন্ধ পাচ্ছিলাম, কারণ এখন মোটামুটি বাসায় থাকছি বের হচ্ছি না কোথাও।
যদিও বা আগে দেলোয়ার ভাইয়ের চাল নিয়ে আমি রিভিউ দিয়েছিলাম, এইবার দিলাম চালের টেস্ট নিয়ে, এককথায় অসাধারণ, খুব সুন্দর গন্ধ আর অনেকদিন পর মায়ের হাতের খিচুড়ি খাইলাম, এককথায় অসাধারণ??। আবারও দেলোয়ার ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ আমি সময় মতোই ডেলিভারিটা হাতে পেয়েছিলাম। আর আমার পরিমান কম হওয়া স্বতেও ভাই আমার থেকে কোন আলাদা ডেলিভারী খরচ নেন নাই??।