গুলশান আরা নিলা : আয়শা সিদ্দিকা আপুর কাছ থেকে হাঁস আর দেলোয়ার ভাইয়ের কাছ থেকে তুলশীমালা চাল নিয়েছিলাম। তাই দিয়েই মজার খানাপিনা হলো, সাথে কাচকলার শাহি টিকিয়া, ড্রিংকস। সবাই খেয়ে খুবই মজা হইছে বলছে। আপনাদের সাথে ও শেয়ার করলাম। খুবই ঝরঝরে হয়েছে ভুনাখিচুড়ি, আর হাঁস ও খুব ভালো ছিলো। আস্তে আস্তে করে সবার কাছ থেকে ই কেনাকাটা করব।
