সৈয়দা লুৎফুন নাহার : বিশেষ দিনের বিশেষ আয়োজন তুলশীমালা চাল ছাড়া অসম্পূর্ণ। গতকাল আমার ছেলে মেয়েরা বাসায় এসেছিল। অবাক হবেন না, আনান ছাড়া ও আমার চারজন ছেলেমেয়ে আছে। ওদের জন্য তুলশীমালা চালের পোলাও। ফাস্টফুড খাওয়া জেনারেশন এই চাল পছন্দ করেছে। তারমানে এই চালের গুন আছে। ধন্যবাদ দেলোয়ার ভাই। আপনি ছিলেন বলেই এই গুপ্তধনের খোঁজ পেলাম।
