ফারহানা কানন লাখী : Md Daloare Hossain ভাইয়ের তুলশীমালার সাথে মৎস কন্যা Aysha Siddika এর হাঁস। মায়ের বাসায় জামাই আদর এর আয়োজনের একাংশ। স্যার এর দেওয়া হোম ওয়ার্ক এর প্রথম ডেলিভারি। শেয়ার করার মতো হোম ওয়ার্ক অভিজ্ঞা নাই। বললাম মৎস কন্যা হাঁস লাগবে। বললো ঠিকানা দাও। কি কান্ড?? আমি আম্মুর বাসায় আসার আগে হাঁস হাজির – রান্না ও কমপ্লিট। কোন মানে হয়। একটু দর দাম করবো- দুই চার কথা বলবো তাহলেই না কেনা কাটা। এতো আরামের কেনা কাটায় মজা নাই ??
