Our Sherpur

ইলিশ মাছ আর দেশী মুরগীর সাথে তুলশীমালার খিচুড়ি

FB IMG 1583572789745

নাজমুন নাহার শিখা : চলে আসলাম তুলসীমালা চালের ভুনা খিচুড়ির রিভিউ দিতে। দেলোয়ার ভাইয়ের কাছ থেকে নেয়া তুলসীমালা চাল দিয়ে দুপুরে খিচুড়ি রান্না করেছি। সাথে ইলিশ মাছ আর দেশী মুরগীর ঝোল তরকারি। এক কথায় অসাধারণ। এরপর পোলাও রান্না করে দেখবো। ইনশাআল্লাহ আরো নিবো তুলশীমালা চাল। যারা এখনো নেন নি এই চাল,তারা নিয়ে ব্যবহার করে দেখতে পারেন। আমার কাছে তো খুব ভালো লেগেছে।

একটু সাজিয়ে ছবি তুললাম…. ?

নাজমুন নাহার শিখা
নাজমুন নাহার শিখা

Leave a Reply

Scroll to Top