নাজমুন নাহার শিখা : চলে আসলাম তুলসীমালা চালের ভুনা খিচুড়ির রিভিউ দিতে। দেলোয়ার ভাইয়ের কাছ থেকে নেয়া তুলসীমালা চাল দিয়ে দুপুরে খিচুড়ি রান্না করেছি। সাথে ইলিশ মাছ আর দেশী মুরগীর ঝোল তরকারি। এক কথায় অসাধারণ। এরপর পোলাও রান্না করে দেখবো। ইনশাআল্লাহ আরো নিবো তুলশীমালা চাল। যারা এখনো নেন নি এই চাল,তারা নিয়ে ব্যবহার করে দেখতে পারেন। আমার কাছে তো খুব ভালো লেগেছে।
একটু সাজিয়ে ছবি তুললাম…. ?
