রাবেয়া আক্তার পান্না : আমার ছেলে রিচ ফুড খেতে পছন্দ করে আর আমিও খেতে দেই। যেহেতু আমি নিজে তৈরী করি আর রান্নার সব উপাদান খাটি থাকে তাই সমস্যা হয় না, আলহামদুলিল্লাহ।
আজকে ছেলের টিফিনে ছিলো তুলশীমালা চাল দিয়ে মিক্সড বিরানী আর সাথে ছিলো হাসান রাজ ভাইয়ের ঘি। তুলশীমালা চাল খেলে, গ্যাস্টিক এর সমস্যা হয় না। যেহেতু একটা লম্বা সময়ের পর টিফিন করতে হয়, তাই বাচ্চারা রিচফুড খেলে, গ্যাস্টিকে আক্রান্ত হতে পারে। তুলশীমালা চাল দিয়ে, যে কোনো রিচ ফুড করে-বাচ্চার টিফিনে দিতে পারেন।
আর আমাদের হাসান রাজ ভাইয়ের ঘি তো অসাধারণ -একটু দিলেই হয়, বেশী দেওয়ার প্রোয়োজন নাই। আমার ছেলে প্রায় সময় বলে, মা তুমি যে আমাকে ফ্রাইড রাইস, পোলাও, বিরানী রান্না করে দাও-টিফিন বক্স খুললেই ক্লাশরুম একটা সুগন্ধে ভরে যায়।
ধন্যবাদ, Md Daloare Hossain ভাই, Hasan Raz ভাই আমাদের খাঁটি পণ্য দেওয়ার জন্য। যা আমরা নিশ্চিন্তে খেতে পারি। অনেক অনেক শ্রদ্ধা আর ভালোবাসা স্যারের জন্য। যার কারনে আজকে-আমরা ভালো জিনিস কেনা-কাটা করতে পারি।