নিলুফার ইয়াসমিন নীলা : আমার মেয়েটা ছোট বেলায় খাওয়া নিয়ে একদম বিরক্ত করে নি। কিন্তু একটু বড় হওয়ার পর পুরাই উল্টো দিকে হাঁটা শুরু করে, অর্থাৎ একদমই খেতে চায় না। খাওয়া নিয়ে সব সময়ই টেনশনে থাকি। কত ভাবে যে চেষ্টা করেছি। আমার দিনের অর্ধেক যায় তার খাওনোর জন্য পিছনে পিছনে ছুটতে ছুটতে।
কিছুদিন হলো দেলোয়ার ভাইয়ের তুলশীমালা চাল আর কিছু সবজি দিয়ে মেয়েকে খিচুড়ি রান্না করে দিচ্ছি। তুলশীমালা চালের স্বাদের জন্যই হোক আর এর সুগন্ধের জন্যই হোক, আলহামদুলিল্লাহ আমার মেয়ে এখন একটু একটু খাচ্ছে। তাই আমার মেয়ের প্রতিদিনের খাদ্য তালিকায় তুলশীমালা চাল যোগ হয়ে গেছে। দোয়া করবেন, এখন থেকে যেন তার এই খাওয়ার অভ্যেসটুকু বজায় থাকে।