তাজরিন লুবা : Md Daloare Hossain ভাইয়ের তুলশীমালা চালের পোলাও আর পায়েস।
সাথে হাঁসের মাংস, খাসির মাংস, চিংড়ি মাছ, পাতাকপি ভাজি, বেগুন ভাজি, ডিম ভর্তা, সালাদ, লাচ্ছি।
চালটা আমার ভালো লেগেছে কারন এটাতে কোন গ্যাসের সমস্যা নেই আর খুব সহজে হজম হয়।
বিশেষ করে আমার দেড় বছর এর বেবির জন্য প্রতিদিন খিচুড়ি আর পায়েস এ দিচ্ছি আমার বেবিও পছন্দ করেছে।
আবার নিতে হবে। শেষ হলে আবার অডার দিব।
Razib Ahmed ভাইয়া আর দেলোয়ার ভাইকে ধন্যবাদ।
তুলশীমালা চালের পোলাও আর পায়েস
