Our Sherpur

তুলশীমালা চালের খিচুড়ি

%E0%A6%A4%E0%A7%81%E0%A6%B2%E0%A6%B6%E0%A7%80%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%96%E0%A6%BF%E0%A6%9A%E0%A7%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF

নূরে আজম সোহান : সবার তুলশীমালা চাল খাওয়া শেষ। সবার রিভিউ দেখতে দেখতে আমি পাগল হয়ে যাচ্ছিলাম কিন্তু সময় এর অভাবে খাওয়া হচ্ছিলো না। গতরাতে প্রায় ৯:৩০ মিনিটে ছোট ভাই ফোন দিয়ে বললো সে বাসায় আসতেছে। আমিও সুযোগ টা হাতছাড়া করলাম না। রান্না করে ফেললাম তুলশীমালা চালের খিচুড়ি। খেলাম সবাই মিলে কিন্তু আমি কোন রিভিউ দেবনা ?? শুধু Md Daloare Hossain ভাই কে বলবো এখন পর্যন্ত যত রিভিউ এসেছে সব গুলা ১১০% সঠিক ছিল। আমার নামটা লিষ্ট করে নেন পারমানেন্টলি। আপনার জন্য শুভকামনা ??

তুলশীমালা চালের খিচুড়ি 2
বাবার রান্না করা খিচুড়ি খাচ্ছে ছেলে

Leave a Reply