ঐতিহাসিক শেরপুর
শের আলীর ঐ নামের গুণে
জেলা হলো শেরপুর,
কংশ নদীর তীরে জেলা
সাধক কবি ভরপুর।
এখানেতে শাহ্কামাল বাস
উনি ছিলেন অলি,
বিপ্লবী ঐ নিয়োগীর যে
গুণের কথা বলি।
সৈয়দ আব্দুল হান্নান ছিলেন
বাংলা ভাষার সৈনিক,
শিক্ষকতার পেশায় তিনি
জ্ঞান দান করতো দৈনিক।
শেরপুর জেলায় আছেন অনেক
স্বাধীনতার যোদ্ধা,
হুইপ আতিক এম পি হলো
কনিষ্ঠ বীর যোদ্ধা।
শস্য শ্যামল সবুজ পাতায়
এ জেলাটা ঘেরা,
মধুটিলা ইকোপার্ক যে
গজনী সহ বেড়া।
শেরপুর জেলার আলোচিত
তুলশীমালা ধান,
ঐ যে চালের ঘ্রাণে ফিরে
বিশ্ববাসীর প্রাণ।
এ জেলাটা প্রকৃতির যে
নিজের হাতে গড়া,
ঐতিহাসিক শেরপুর জেলা
ধরণীতে সেরা।