তুলশীমালার প্রভাত
প্রভাত বেলা সূর্য ওঠে
মৃদু কিরণ ফেলে,
তুলশীমালার মাথা তখন
ভিজা থাকে জলে।
ঘাড় ঝুলিয়ে তুলশীমালা
জলটাকে দেয় ফেলে,
সুগন্ধি যে ছড়ায় তখন
হালকা বায়ু এলে।
পাখি উড়ে পাখা মেলে
তুলশীমালার নীড়ে,
সুবাস যে নেয় নিশ্বাসে তার
বায়ুর থলে ভরে।