কবি: আশরাফ আলী চারু
তুলশীমালা চাল করে আজ
মা রেঁধেছেন পোলাও
দাওয়াত খেলো পাড়ার লোকে
ভরলো তাদের ঝোলাও।
বউ ঝিয়েদের কথা ভেবে
বাদ দিলোনা কেউ
সবাই নিলো, সবাই পেলো
দুলছে মনে ঢেউ।
এমন মধুর আয়োজনে
কেউ থাকেনি বাদ
হঠাত যদি বাদ পড়েন কেউ
শুনেই নিবেন স্বাদ।