প্রাণের শেরপুর
শাকিল আহমেদ সৌরভ
শের আলীর নাম অনুসারে
নামটি তোমার শেরপুর।
শ্রেষ্ঠ তুমি আমার চোখে
সব কিছুতেই ভরপুর।
তুমি আমার জন্ম স্থান
বেড়ে ওঠার ভূমি,
শেরপুর তুমি মাতৃ তুল্য
মায়ের মতোই তুমি।
প্রতি ক্ষণে মনে পড়ে
তোমার রূপের কথা।
তোমায় ছেড়ে দূরে আছি
মনে জাগে ব্যথা।
বায়ান্নটি ইউনিয়ন আর
পাঁচটি উপজেলা,
এই নিয়ে যে দেহ তোমার
রূপের কত মেলা।
গজনী অবকাশ আর আছে
পানিহাতা, বারমারি মিশন।
মধুটিলা সবার প্রিয়
সারাদেশে ভীষণ।
কবিতায় বলে শেষ হবে না
শেরপুর জেলার খ্যাতি।
বর্তমানে উন্নতিতেও
বাড়ছে অনেক গতি।
শেরপুর আমার প্রাণের প্রিয়
জন্মেছি তার বুকে।
চাই আমি তাই শেরপুর বাসী
থাকুক সবাই সুখে।