Our Sherpur

হাফিজুর রহমান লাভলু | Hafizur Rahman Lovelu

হাফিজুর রহমান লাভলু

হাফিজুর রহমান লাভলু ১৯৬৯ সালের ২৩ শে আগস্ট শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া পুর্ব পাড়া গ্রামে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম আজাহার আলী। লাভলু পেশায় হোমিও চিকিৎসক, কবি ও সাংবাদিক।

Products list of Our Sherpur
শেরপুর জেলার যেসব পণ্য আওয়ার শেরপুর এ পাওয়া যায়।

সাংবাদিকতা

হাফিজুর রহমান লাভলু ১৯৯১ সাল থেকে সাংবাদিকতা পেশায় সম্পৃক্ত থেকে সাপ্তাহিক জামালপুর, জামালপুর বার্তা, দৈনিক আল মোজাদ্দেদ, দৈনিক পল্লীর আলো, দৈনিক দেশ জগত, বাণিজ্য প্রতিদিন পত্রিকায় জেলা প্রতিনিধি এবং শেরপুর থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা শ্যামল বাংলা টুয়েন্টিফোরডটকমে বিভাগীয় সম্পাদক, স্বাধীন বাংলা২৪.কমে জেলা প্রতিনিধি।

শেরপুর জেলার লেখক
ময়মনসিংহে বিভাগীয় সাহিত্য মেলায় শেরপুরের কবি ও সাংবাদিকদের সাথে হাফিজুর রহমান লাভলু

সংস্কৃতিক অঙ্গন

এছাড়াও তিনি প্রতিভা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য, কবি সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, চারুধ্বনি ছড়া পরিষদের সাবেক উপদেষ্টা ছাড়াও বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছেন।

সেরা পুস্তক সম্মাননা
সাঁঝবেলায় এসো বইয়ের জন্য সেরা পুস্তক সম্মাননা

হাফিজুর রহমান লাভলুর ’সাঁঝবেলায় এসো’ (২০২১) কাব্যগ্রন্থটি গত ২৫মে কবি মঞ্চ’র আয়োজনে সেরা পুস্তক প্রতিযোগিতা-২০২৩ এর সেরা পুস্তক সম্মাননা পেয়েছে।

তথ্যসূত্র: লেখক কর্তৃক সংগৃহীত।

Leave a Reply

Scroll to Top