চেতনা বাড়ুক
রাখতে হলে পরিবেশকে
বায়ুদূষণ মুক্ত,
মোটরবাইক ছেড়ে দিয়ে
সাইকেল করুন যুক্ত।
কম দূরত্বে যাবার বাহন
সাইকেল সঙ্গী হলে,
নিরাপদে সারাটাদিন
যাবে সবার চলে।
নিয়মিত চললে এমন
ব্যায়াম সবার হবে,
তেল খরচের অর্থও সবার
নিজের ঘরেই রবে।
আদর করে শিশুর হাতে
মোটরবাইক দিয়ে,
কাঁদবেন না কেউ দুর্ঘটনায়
সন্তানের লাশ নিয়ে।
সময় থাকতে নিজের জন্য
বাড়ুক সবার হুঁশ,
অতি আদর মৃত্যু হয়ে
না দিক কারো দোষ।
এ ব্যাপারে জনগণকে
করতে সচেতন,
এগিয়ে এলো জনউদ্যোগ
সাথে প্রশাসন।
শহর ঘুরে সাইকেল নিয়ে
হলো শোভাযাত্রা,
বাড়লো তাতে দূষণ রোধে
চেতন হওয়ার মাত্রা।
ছাত্র-শিক্ষক বুদ্ধিজীবী
নানা পেশার লোক,
মুখে মুখে একই কথা
সবার চেতন হোক।
সবুজ-শ্যামল দেশে যদি
সুস্থ থাকতে চান,
দূষণমুক্ত পরিবেশে
থাকুক আপনার টান।