কবি নূরুল ইসলাম মনি
১৯৬৩ সনের ১০ জানুয়ারী নালিতাবাড়ী উপজেলার সন্ন্যাসী ভিটা (চেল্লাখালী) জন্মগ্রহণ করেন কবি Nurul Islam Moni. পিতা আবদুল জববার।
পড়াশুনা
জনাব মনি ১৯৭৯ সনে সন্ন্যাসীভিটা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক সম্পন্ন করেন এবং ১৯৮১ সনে নাজমূল স্মৃতি মহাবিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক শেষ করেন। এরপর ১৯৮৩ সনে শেরপুর সরকারি কলেজ থেকে স্নাতক এবং ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
সাংগঠনিক কার্যক্রম
নূরুল ইসলাম মনি নাজমূল স্মৃতি মহাবিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাহিত্য সম্পাদক এবং ছাত্র সংসদের সাবেক সাহিত্য সম্পাদক। সন্ন্যঅসী ভিটা থেকে প্রকাশিত সাপ্তাহিক দীপালির সম্পাদক ছিলেন। এছাড়াও বাংলাদেশ বেতারের দিবানিশি রেডিও শ্রোতা ক্লাবের সাবেক সভাপতি।
নূরুল ইসলাম মনি চারুধ্বনি ছড়া পরিষদের কেন্দ্রী কমিটির সহ-সভাপতি, শেরপুর সাহিত্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং কবি সংঘ বাংলাদেশের কেন্দ্রী কমিটির সদস্য।
রচিত গ্রন্থ
নাম | গ্রন্থ | প্রথম মুদ্রণ | |
১ | হাজার সুরের প্রতিধ্বনি | কাব্য | ১৯৯২ |
২ | আমি | কাব্য | |
৩ | চলার পথে | উপন্যাস | |
৪ | অনন্ত ভাবনা | গবেষণা | |
৫ | দেশের কবিতা | কাব্য | |
৬ | কালের গল্প | গদ্য | |
৭ | তুমি | কাব্য | ২০২০ |
৮ | পাতিকা | গদ্য | |
৯ | আমরা | ছড়া | |
১০ | ঘরের পাশে বকুল গাছে | ছড়া | |
১১ | আমার কথা | আত্মজীবনী | |
১২ | নন্দিত জননী | কাব্য | |
১৩ | শিউলি | উপন্যাস | |
১৪ | শোভা | উপন্যাস | |
১৫ | বাবলি | উপন্যাস | |
১৬ | মোনালিসা | উপন্যাস |
কর্মজীবন
নূরুল ইসলাম মনি বাংলাদেশ কৃষি ব্যাংকের একজন উর্ধতন কর্মকর্তা।
তথ্য: কবি কর্তৃক সংগৃহীত।