Our Sherpur

শ্রীবরদীর সূর্য সেনা (কবিতা)

শ্রীবরদীর সূর্য সেনা

শ্রীবরদীর সূর্য সেনা

আশরাফ আলী চারু
আশরাফ আলী চারু

শ্রীবরদীর সূর্য সেনা,
মোদের খুররম ভাই।
বীরবিক্রম উপাধিটা,
তার তরেই যে পাই।

ধরে সে যে জীবন বাজি,
দেশ দিয়েছে এইতো আজি।
স্বাধীনতার শ্বাস নিতেছি,
আমরা সবে আজ।

এই সেনানী মোদের মাঝে,
এই সেনানী বিশ্ব মাঝে।
থাকবে স্মরন মনের মাঝে,
হয়ে মাথার তাজ।

Products list of Our Sherpur
শেরপুর জেলার যেসব পণ্য আওয়ার শেরপুর এ পাওয়া যায়।

শহীদ খুররম বীরবিক্রম শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের মলামারি গ্রামে জন্ম গ্রহণ করেন। পিতার নাম শাহ মোশাররফ হোসেন এবং মাতার নাম ফজিলাতুন নেছা। তিনি বিএসসি ২য় বর্ষে অধ্যয়নরত অবস্থায় ১১নং সেক্টরের অধিনে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করে জামালপুরের বেলটিয়া সম্মুখ সমরে পাকিস্তানি সেনাদের ব্রাশ ফায়ারে শহীদ হন। পরবর্তি সময়ে তিনি বীরবিক্রম উপাধিতে ভূষিত হন। শ্রীবরদীতে এই মহান ব্যাক্তির নামে শেরপুর জেলা প্রশাসন একটি অডিটরিয়াম নির্মাণ করেছেন। মলামারিতে এই শহীদ বীরবিক্রমের সমাধিস্থল। আমরা তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করি।

Leave a Reply

Scroll to Top