Our Sherpur

শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদ

শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদ

শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদ (Sherpur Literary and Cultural Council – SLCC) শেরপুর জেলার একটি সাহিত্য ও সংস্কৃতি নতুন সংগঠন। সাহিত্যের ছোঁয়া লাগুক হৃদঙ্গনে, নিজেকে গড়ি সুস্থ-সংস্কৃতির অনুশীলনে স্লোগানকে ধারণ করে ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত হয় তরুণদের হাত ধরে এবং ঐ বছর ১৭ ডিসেম্বর আত্মপ্রকাশ করে। যা অল্প সময়ে সাহিত্য ও সংস্কৃতিতে ব্যাকপ সাড়া ফেলেছে।

তারুণ্যের উৎসব-২৫

প্রতিষ্ঠাতা ও সভাপতি মো: রাহাতুল ইসলাম (আলো)-এর নেতৃত্বে, মো: মোতালেব হোসাইন, মো: মাসুম বিল্লাহ এবং সুয়াইব সম্রাট হিমেল, সাদেকা তাবাসসুমসাবিনা ইয়াসমিনদের মতো প্রতিষ্ঠাতা সদস্যদের নিরলস প্রচেষ্টায় তার লক্ষ্য অর্জনে দ্রুত এগিয়ে যাচ্ছে শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদ। এই সংগঠনের প্রধান কার্যালয় হাজী কমপ্লেক্স (৫ম তলা), গৌরীপুর, শেরপুর টাউন, শেরপুর-২১০০।

শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদ – লক্ষ্য ও উদ্দেশ্য

প্রান্তিক জনপদ শেরপুর অঞ্চলে সাহিত্যচর্চার মধ্য দিয়ে নবীন-প্রবীণ লেখকদের মাঝে সমন্বয় সাধন এবং অপসংস্কৃতি দূর করে সুস্থ সংস্কৃতির বিকাশ করা শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদের লক্ষ।

  • লেখক ও পাঠকের মধ্যে সমন্বয়ঃ সংগঠনটি শেরপুর অঞ্চলের লেখক ও পাঠকদের মধ্যে সেতুবন্ধন তৈরিতে সংকল্পবদ্ধ।
  • বই পড়ার অভ্যাসঃ সকল শ্রেণীর মানুষের জ্ঞান অর্জনে বই পড়ার অভ্যাস গড়তে নানারকম উদ্যোগ বাস্তবায়ন করা।
  • সাহিত্য ও সুস্থ-সংস্কৃতির প্রতি অনুরাগ সৃষ্টিঃ সকলের মাঝে সাহিত্য ও সুস্থ-সংস্কৃতির অনুরাগ সৃষ্টি করতে নানাবিধ কার্যক্রম পরিচালনা।
  • অপসংস্কৃতি পরিহার করে সুস্থ-সংস্কৃতির বিকাশঃ সমাজের প্রতিটি স্তরে অপসংস্কৃতি পরিহার করে সুস্থ সংস্কৃতির চর্চা ও বিকাশে সহায়তা করা।
  • সামাজিক দায়বদ্ধতাঃ অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের দায়বদ্ধতা থেকে পাশে থাকা।
  • পরিবেশ রক্ষাঃ সমাজকে পরিবেশ দূষণ থেকে বাঁচাতে নানারকম কর্মকাণ্ডে অংশগ্রহণ করা।
  • শিক্ষার্থীদের উন্নয়নঃ সুস্থ সমাজ গঠনে শেরপুর জেলার শিক্ষার্থীদের উন্নয়নে ভূমিকা রাখা ও তাদের সৃজনশীল মেধাবিকাশে সহায়তা করা।
  • শেরপুরের সুনাম বৃদ্ধিঃ ভালো কাজের মাধ্যমে শেরপুরের সুনাম বৃদ্ধিতে অবদান রাখা।
  • সাহিত্য চর্চা ও কর্মশালারঃ কবিতা, গল্প, প্রবন্ধ, নাটক, ছড়া প্রভৃতি নিয়মিত সাহিত্য চর্চা ও সাহিত্য বিষয়ক কর্মশালার আয়োজন করা।
  • স্থানীয় লেখকদের সহায়তাঃ রচনা সংরক্ষণ, প্রকাশনা ও প্রচারের মাধ্যমে স্থানীয় লেখকদের সহায়তা প্রধান করা।
  • প্রতিযোগিতা ও পুরস্কার প্রদানঃ তরুণদের উৎসাহিত করতে সাহিত্য বিষয়ক প্রতিযোগিতা আয়োজনে করে পুরস্কার প্রদান করা।
  • বাংলা ভাষা ও সাহিত্যের আলোচনাঃ মাতৃভাষার ইতিহাস, রীতি ও গতিধারা নিয়ে আলোচনা ও পাঠচক্র আয়োজন করা।
ডিসি লেকে সাইলেন্ট বুক রিডিং

প্রতিষ্ঠার পর মাত্র অল্প সময়ে সাফল্য অর্জন করেছে। মাত্র ৭-৮ মাসে ১০০০ এর অধিক পাঠকে বই পড়ার সুযোগ দিয়েছে শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদ। সপ্তাহের শুক্রবার ও শনিবার ডিসি লেকে সাইলেন্ট বুক রিডিং উদ্যোগের মাধ্যমের তরুণদের মাঝে বই পড়ার ঢেউ উঠেছে। এই কার্যক্রমকে গণমাধ্যমের সাহায্যে অন্তত ১০ লাখ মানুষের কাছে প্রচার করেছে। এই কার্যক্রমের কল্যাণে তারুণ্যের উৎসব-২৫ এ পেয়েছে সম্মাননা সনদ। যা তাদের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করবে।

প্রযুক্তির এই যুগে শেরপুরের সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে তারুণ্যের এই সাহিত্য বিষয়ক সংগঠন।

Sherpur Literary and Cultural Council

সভাপতির কথা

Rahin Amif Alo
প্রতিষ্ঠাতা ও সভাপতি মো: রাহাতুল ইসলাম (আলো)

কুসংস্কারমুক্ত, প্রগতিশীল, আলোকিত সমাজ, দেশ ও জাতি গঠনে বই অনন্য নিদর্শন। ইতিহাস ঐতিহ্য ও অধুনা বিশ্বকে উপলব্ধি করতে মাতৃভাষা এর মতো ছোট থেকেই বইয়ের সংস্পর্শে আসা প্রয়োজন। সুশীল সমাজ গঠনে বই পড়ার বিকল্প নেই ❝নিঃসঙ্গ, ভঙ্গুর হৃদয়ের একমাত্র উত্তম স্থান বই।❞ তাই আমরা ভিন্ন ধর্মী উদ্যোগে সকল পেশা শ্রেণির মানুষের কাছে বই কে সহজলভ্য করে দিতে চাই।

2 thoughts on “শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদ”

  1. Rahin Amif Alo

    শেরপুর জেলা’র সকল নিপুণ তথ্য জানতে সহজপ্রাপ্য করে দিয়েছে Our Sherpur. এজন্য শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এর পক্ষ থেকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছি🌺

Leave a Reply

Scroll to Top