Our Sherpur

শেরপুরে বৃক্ষমেলা ২০২৫

শেরপুরে বৃক্ষমেলা ২০২৫

১৩ জুলাই শেরপুর ডিসি লেকে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ এর শুভ উদ্বোধন করেছেন মান্যবর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। শেরপুরে বৃক্ষমেলা ২০২৫-এ জেলার বিভিন্ন প্রান্ত থেকে নার্সারিগুলো এসেছে নানারকম ফলজ, বনজ, ঔষধি গাছের সমাহার। এর মধ্যে নানা প্রজাতির আম, জাম, কাঁঠাল, মেহগনি, সেগুন, নিম, তুলসী সহ দেশি বিদেশি গাছ রয়েছে।

শেরপুরে বৃক্ষমেলা ২০২৫-এর উদ্বোধন

মেলা প্রাঙ্গণে সবুজের বিশাল সমাহার মুগ্ধ করছে সবাইকে। শহুরে কোলাহল থেকে সরে এসে মন জুড়াতে চাইলে এর চেয়ে ভালো সুযোগ আর হতে পারে না। মেলায় রয়েছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতি। তারা গাছ দেখছেন, কিনছেন এবং বাড়িতে নিয়ে যাচ্ছেন। বিক্রেতারাও খুশী ছোট বড় সব বয়সী মানুষের উপস্থিতি দেখে।

বছর বছর মেলার এমন আয়োজন খুবই প্রয়োজন। কারণ মেলায় ঘুরতে এসে মানুষ যেমন সাবুজের সাথে মিতালী করতে পারে তেমনি প্রয়োজনে ও অপ্রয়োজনে গাছ কিনতে পারে। যা বাড়ীর আঙিনা সবুজে ভরে তোলতে অবদান রাখে।

যারা শেরপুরে বৃক্ষমেলা ২০২৫ এ এখনো আসেননি তারা আসুন এবং মেলা উপভোগ করুন আর বাড়িতে যাওয়ার সময় গাছের চারা নিয়ে যান। বাড়ির আঙিনাকে সবুজ করার এটিই সুযোগ।

বৃক্ষরোপণ অভিযান
বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ এর স্টলের সামনে

Leave a Reply

Scroll to Top