Our Sherpur

আমাদের শেরপুর | জাহাঙ্গীর আলম

আমাদের শেরপুর

আমাদের শেরপুর জেলা হলো ভালো,
সবুজের মাঠে আছে জোনাকির আলো।

ছোট বড় নদী আছে আরো আছে বিল,
টাকিমারা, ভেকি বিলে উড়ে কত চিল

গজনীর অবকাশ মধুটিলা পার্ক,
পিকনিক করে চলে জনতার ঝাঁক।

শেরপুর নিয়ে লেখে শতশত কবি,
আমাদের মনে ভাসে সবুজের ছবি।

চাষী ভাই করে শুধু জমাজমি চাষ,
মিলেমিশে দিন কাটে সুখে করি বাস।

আমাদের শেরপুর যাবে ভাই ঘুরে,
সবুজের গান বাজে কোকিলের সুরে।

শের আলী গাজী নামে শেরপুর জেলা,
সেরা নারী জ্যোতি করে ক্রিকেটের খেলা।

এস ভাই শেরপুর মায়ে দিব পিঠা
ভাঁপা পুলি মোয়া মুড়ি লাগে বেশ মিঠা।

Leave a Reply

Scroll to Top