ঈদের দাওয়াত দিলাম সখী আসবে আমার বাড়ি,
আমার বাড়ি আসলে দিব তাঁতের নতুন শাড়ি।
গ্রামের বাড়ি বরাটিয়া জেলা সদর শেরপুর,
এই জেলাতে ঘুরলে দেখবে খুশিতে মন ভরপুর।
প্রকৃতির এই লীলাভূমি গজনীর অবকাশ,
লাউ চাপড়া আর মধুটিলা সবুজের আকাশ।
এগুলো সব দেখতে দেখতে সময় হবে পার,
এমন দৃশ্য এই জগতে পাওয়া বড্ড ভার।
আমার বাড়ি আস যদি মায়ে দিব দই,
আরো তুমি খেতে পারবে বিন্নি ধানের খই।
আম জাম লিচু কাঁঠাল বুবি রঙিন করবে মুখ,
অর্গানিক সব খাবার খেয়ে লাগবে মনে সুখ।
মায়ের হাতের সেমাই পিঠা মজা লাগবে খেতে,
আমার মায়ের আদর যত্নে চাইবে না আর যেতে।