Our Sherpur

উন্নয়ন চাই | হারুনুর রশীদ

শেরপুর জেলার উন্নয়ন চাই

শেরপুর জুড়ে সম্পদ আছে, দুঃখের কথা ভাই,
কত নেতা আইলো গেলো, উন্নয়ন তো নাই!
এই শেরপুরের উন্নয়নে জোর দাবি জানাই।
আমরা উন্নয়ন চাই।

পাহাড়, নদী, সমতলে দৃশ্য মনোহরা।
তুলশিমালা, ছানার পায়েস স্বাদে গন্ধে ভরা।
যাতায়াতে অসুবিধা, রেল লাইন তো নাই।
রেল লাইনের জন্য আমরা জোর দাবি জানাই।
আমরা রেললাইন চাই।

শিক্ষা দীক্ষায় অনুগামী এই শেরপুরের লোক।
ভার্সিটি নাই, মনের দুঃখে কেঁদে ভাসাই বুক।
জনস্বার্থে অবিলম্বে ইনভারসিটি চাই।
আমরা ইনভারসিটি চাই।

অনুন্নত জনপদে আমরা করি বাস।
সুচিকিৎসা পাই না বলে করি হা-হুতাশ!
বিশ্বমানের হাসপাতাল মেডিকেল কলেজ চাই।
আমরা হাসপাতাল চাই।

কৃষিপণ্য উৎপাদনে সেরা শেরপুরবাসী।
ই পি জেড , হিমাগার পেলে ফোটবে মধুর হাসি।
পর্যটনের জন্য ভালো হোটেল মোটেল চাই।
আমরা উন্নয়ন চাই।
আমরা উন্নয়ন চাই॥

শেরপুর প্রেস ক্লাব
১৫ মে মানববন্ধন

Leave a Reply

Scroll to Top