Our Sherpur

শেরপুরের ছানার পায়েসের জিআই স্বীকৃতি

শেরপুরের ছানার পায়েসের জিআই স্বীকৃতির সকল নিউজ

গত ৫ ডিসেম্বর (২০২৪) জেলা প্রশাসক জনাব তরফদার মাহমুদুর রহমান দেশের ৪৪ নং জিআই পণ্য হিসেবে শেরপুরের ছানার পায়েসের স্বীকৃতির কথা সাংবাদিকদের সাথে শেয়ার করলে এই খবর দেশের প্রায় সব গণমাধ্যমে প্রকাশিত হয়। সেই লিংকগুলো যতটা সম্ভব এখানে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

  1. বাংলা ট্রিবিউন
  2. আলোকিত বাংলাদেশ
  3. প্রথম আলো
  4. আমাদের সময়
  5. কালের কণ্ঠ
  6. বিডিনিউজ২৪
  7. বাংলাদেশ বুলেটিন
  8. বাংলাভিশন
  9. বিজনেস বাংলাদেশ
  10. শ্যামলবাংলা
  11. সমকাল
  12. এখন
  13. ডেইলি ক্যাম্পাস
  14. আজকের পত্রিকা
  15. বিডি২৪লাইভ
  16. সাম্প্রতিক দেশকাল
  17. আজকের দর্পণ
  18. সমকালীন বাংলা
  19. বাণিজ্যপ্রতিদিন
  20. বিজনেস স্ট্যান্ডার্ড
  21. আজকের আরবান
  22. একুশে সংবাদ
  23. প্রতিদিনের বাংলাদেশ
  24. টুডে টেলিভিশন
  25. দৈনিক শেরপুর
  26. দৈনিক জামালপুর
  27. বাসস
পেপারে ছানার পায়েস

জেলা প্রশাসক বাসসকে জানান, ছানার পায়েস ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় শেরপুরের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। দেশের সব জেলাসহ সরকারের অনুমতি সাপেক্ষে এই ছানার পায়েস বিদেশে রপ্তানির মাধ্যমে অর্জিত হবে বৈদেশিক মুদ্রা।

  1. বাংলা ট্রিবিউন
  2. ডেইলি স্টার
  3. ঢাকা পোস্ট
  4. ইত্তেফাক
  5. রাইজিংবিডি.কম
  6. রাইজিং কুমিল্লা
  7. বায়ান্ন ডটকম
  8. ডিবিসি নিউজ
  9. কালবেলা
  10. খবরের কাগজ
  11. চ্যানেল ২৪
  12. ইন্ডিপেনডেন্ট টিভি
  13. বাংলাদেশের খবর
  14. নিউজ২৪
  15. দেশ রূপান্তর
  16. সময়ের আবর্তন
  17. নিউজবাংলা২৪
  18. যুগান্তর
  19. বাংলাদেশ প্রতিদিন
  20. জনকণ্ঠ
  21. একাত্তর টিভি
  22. কালের কণ্ঠ
  23. সময়ের কণ্ঠস্বর
  24. জাগো নিউজ
  25. রেডিও টুডে
  26. মানবকণ্ঠ
  27. অর্থসূচক
  28. বার্তা২৪.কম
  29. বাংলাদেশ জার্নাল
  30. নিউজজি
  31. বাংলানিউজটোয়েন্টিফোর.কম
  32. ইনকিলাব
  33. প্রতিদিনের সংবাদ
  34. ভোরেরপাতা
  35. করতোয়া
  36. শেরপুর নিউজ
  37. বার্তা ২৪
  38. আজকের দৈনিক
  39. নতুনধারা
  40. সরোবর
  41. দেশের পত্রিকা
  42. দৈনিক সবুজ
  43. বাংলাদেশ টাইমস

ছানার পায়েসের জিআই স্বীকৃতি পাওয়ার বিষয়টি জানাজানি হলে শেরপুর জেলা শহরে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে। অনলাইন ব্র্যান্ডিং গ্রুপ ‘আওয়ার শেরপুর’-এর পক্ষ থেকে শহরবাসীকে ছানার পায়েস খাইয়ে আনন্দ উদযাপন করা হয়।

English News

  1. Risingbd.com
  2. Dhaka Tribune
  3. Asian Age
  4. The Daily Tribunal

শেরপুরের ছানার পায়েসের জিআই স্বীকৃতির টিভি সংবাদ

Leave a Reply

Scroll to Top