Our Sherpur

কবি বাশার আনাম

কবি বাশার আনাম

বাশার আনাম একজন বাংলাদেশি কবি। ১৯৯৭ সালের ১৫ই অক্টোবর পিতাঃ মোঃ মকছেদ আলী ও মাতাঃ আমেনা বেগমার ঘর আলোকিত করেন জনাব আনাম। তার জন্ম শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার, নয়াপাড়া গ্রামে। তিন ভাই তিন বোন সংসার তাদের। তিনি ভাইবোনের মধ্যে পঞ্চম।

বাশার আনামের লেখাপড়া

প্রথম শিক্ষা জীবন শুরু ১নং জলঙ্গা (মাধবপুর) সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তিনি পঞ্চম শ্রেণী পাশ করে, মাটিফাটা জি.এম উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকে এস.এস.সি এবং শ্রীবরদী সরকারী কলেজ থেকে এইচ.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ভাওয়াল বদরে আলম সরকারী কলেজ থেকে সমাজকর্ম বিভাগে স্নাতক(সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

২০২৩ সারের বই মেলায় কালের বেদনা শিরোনামে বাংলা কবিতা বই প্রকাশ করেন শেরপুরের এই লেখক।

কবি কবি বাশার আনামের কালের বেদন
কবিতা বই কালের বেদনা

কবির ঝুলিতে জমেছে কিছু পুরস্কার। এর মধ্যে অন্যতম হলো সিইউকেপি গ্রন্থ সম্মাননা- ২০২৩ এবং কবি ও কবিতার ভুবন সাহিত্য সম্মাননা- ২০২৩। একই বছর জাতীয় কবিতা মঞ্চ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক নজরুল পয়েট্রি ফেস্টিভ্যালে সাহিত্য সম্মানা সনদ- ২০২৩ লাভ করেছেন।

কবি আনামের লেখায় ফুটে ওঠে মানুষের দুঃখ-কষ্ট আর্তনাদের চিত্র। বই ছাড়াও দৈনিক পত্রিকা ও বিভিন্ন প্রচার মাধ্যমে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে কবির লেখা।

একই বৃত্তে

বাশার আনাম

একই বৃত্তে বাধা আমরা মানুষ সবাই
তবুও মানুষ মানুষে ভেদাভেদ কেন ভাই?
টাকার মোহে আজ অন্ধ সবাই
ক্ষমতার বলে আজ মানুষকে ঠকাই।

এই কেমন মনুষ্যত্ব নাই তাদের মানবতা
নিরীহ মানুষের নাই কোন মুক্ত স্বাধীনতা।
যেখানে যাবে তারা হবে পরাধীন
সর্বস্তরের সুবিধা ভোগ করে ক্ষমতাসীন।

ওরা নিরীহ, নির্যাতিত, অসহায় জনতা
কেউ বুঝে না ওদের মনের ব্যথা।
চারিদিকে, ধনী গরিবের বিভেদ হচ্ছে ভাই
বিবেকহীন ধনীদের বুকে, গরিবের ঠাঁই নাই।

ভুলে গেছি সবাই, একই বৃত্তে আমরা মানুষ
অট্টালিকায় বসতি যাদের হয়না তাদের হুঁশ।
দম ফুরালে দুনিয়াদারি ছাড়তে হবে সবার
একই বৃত্তে সবার মরণ, কেউ পাবে না ছাড়।

তথ্যসূত্র: লেখক কর্তৃক সংগৃহীত।

Leave a Reply

Scroll to Top