হ্যাম্বা | হারুনুর রশীদ
আলাভোলা আচরণ,
বাউন্ডুলে বিচরণ!
গতিবিধি জানা নাই।
ডানে যেতে বাঁয়ে যাই!
ডুবে থাকি ভাবনায়।
সবারে কি বলা যায়?
এই তো সেদিন সকালে
ঘুম ভেঙে যায় অকালে।
একটি ভাঙা সাইকেলে
দুইটি প্যাডেল পায় ঠেলে
রওনা হলাম ইসকুলে।
ভিন পথে যাই ইস ভুলে!
পথটি ছিলো বেশ সরু।
মাঝ বরাবর ষাঁড় গরু
খাচ্ছে বেছে তাজা ঘাস,
শব্দ করে ফোঁসফাঁস।
মাথায় দুটো খাড়া শিং
লাফায় যেন তিড়বিড়িং।
ঘেঁষে যেতে লাগে ভয়!
দুই পাশে দুই জলাশয়।
আমি বলি, “যাই ক্যাম্বা?”
গরু ডেকে কয়, “হ্যাম্বা”।