খেজুর গুড়ের সন্দেশ আমার প্রিয়
খেজুর গুড়ের সন্দেশ আমার প্রিয়। এই সন্দেশের সাথে আমার জীবনের সবচাইতে প্রিয় মানুষ যার কাছে সব ধরনের আবদার করতে পারতাম, মন খুলে কথা বলতে পারতাম সে আমার দাদা। পরিবারের বড় সন্তান হওয়াতে দাদার সাথে আমার সম্পর্ক ছিলো সবচাইতে কাছের। দাদা যতদিন বেঁচে ছিলেন প্রতিবছর কয়েকবার শুধু বাড়ি যেতাম দাদার জন্য। আর বাড়ি যাওয়ার সময় ঢাকা থেকে গুড়ের সন্দেশ নিতেই হতো।
দাদা মিষ্টি জাতীয় খাবার খুব পছন্দ করতেন। এই একদিকে আমাদের অমিল থাকলেও আমাদের দুজনের। দাদার গল্পের মাধ্যমে বিশ্ব রাজনীতি, বিশ্ব যুদ্ধ, বৃটিশ আমলের গল্পগুলো দাদার কাছেই শুনতে শুনতে বড় হয়েছি। দাদা ছিলেন আমার শৈশব কৈশোরের নায়ক। শানের হাতে গুড়ের সন্দেশ Md Daloare Hossain ভাইয়ের উদ্যোগের।
পোস্ট সূত্র: শুধুই মিষ্টি।
এই গুড়ের সন্দেশের আমার ছোটবেলা আমার প্রিয়জন দাদার অনেক স্মৃতি৷
দাদা নানাদের গল্পগুলো সবসময়ই নিবিড় ও গভীর হয়।