Our Sherpur

কবি নূরুল ইসলাম মনি | Nurul Islam Moni

নূরুল ইসলাম মনি

কবি নূরুল ইসলাম মনি

১৯৬৩ সনের ১০ জানুয়ারী নালিতাবাড়ী উপজেলার সন্ন্যাসী ভিটা (চেল্লাখালী) জন্মগ্রহণ করেন কবি Nurul Islam Moni. পিতা আবদুল জববার।

Products list of Our Sherpur
শেরপুর জেলার যেসব পণ্য আওয়ার শেরপুর এ পাওয়া যায়।

পড়াশুনা

জনাব মনি ১৯৭৯ সনে সন্ন্যাসীভিটা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক সম্পন্ন করেন এবং ১৯৮১ সনে নাজমূল স্মৃতি মহাবিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক শেষ করেন। এরপর ১৯৮৩ সনে শেরপুর সরকারি কলেজ থেকে স্নাতক এবং ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

সাংগঠনিক কার্যক্রম

‍নূরুল ইসলাম মনি নাজমূল স্মৃতি মহাবিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাহিত্য সম্পাদক এবং ছাত্র সংসদের সাবেক সাহিত্য সম্পাদক। সন্ন্যঅসী ভিটা থেকে প্রকাশিত সাপ্তাহিক দীপালির সম্পাদক ছিলেন। এছাড়াও বাংলাদেশ বেতারের দিবানিশি রেডিও শ্রোতা ক্লাবের সাবেক সভাপতি।

নূরুল ইসলাম মনি চারুধ্বনি ছড়া পরিষদের কেন্দ্রী কমিটির সহ-সভাপতি, শেরপুর সাহিত্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং কবি সংঘ বাংলাদেশের কেন্দ্রী কমিটির সদস্য।

Nurul Islam Moni
Poet : Nurul Islam Moni

রচিত গ্রন্থ

নামগ্রন্থপ্রথম মুদ্রণ
হাজার সুরের প্রতিধ্বনিকাব্য১৯৯২
আমিকাব্য
চলার পথেউপন্যাস
অনন্ত ভাবনাগবেষণা
দেশের কবিতাকাব্য
কালের গল্পগদ্য
তুমিকাব্য২০২০
পাতিকাগদ্য
আমরাছড়া
১০ঘরের পাশে বকুল গাছেছড়া
১১আমার কথাআত্মজীবনী
১২নন্দিত জননীকাব্য
১৩শিউলিউপন্যাস
১৪শোভাউপন্যাস
১৫বাবলিউপন্যাস
১৬মোনালিসাউপন্যাস
টেবল: নূরুল ইসলাম মনি রচিত গ্রন্থসমূহ।

কর্মজীবন

নূরুল ইসলাম মনি বাংলাদেশ কৃষি ব্যাংকের একজন উর্ধতন কর্মকর্তা।

তথ্য: কবি কর্তৃক সংগৃহীত।

Leave a Reply

Scroll to Top