নালিতাবাড়ি উপজেলা
নালিতা বা নাইলতা থেকে নালিতাবাড়ি শব্দটির সৃষ্টি। এদেশের স্বর্ণসুতা পাট উৎপাদনে এ এলাকার বিশেষ গুরুত্ব ছিল। পাটের আঞ্চলিক নাম নাইল্যা/নালিয়া/নালিতা। কারো কারো মতে নালতা শব্দ থেকে এই অঞ্চলের নাম হয়েছিল “নালিতাবাড়ি”।
ভোগাই, চেল্লাখালি, মালিঝির পালবাহিত মাটির স্তরে স্তরে গড়ে উঠা উর্বর জমিতে ফলে সোনার ফসল। অবিভক্ত ময়মনসিংহের “শস্য ভান্ডার” বলে খ্যাত নালিতাবাড়ি। জনসংখ্যা শতকরা প্রায় ৮০ জন কৃষি নির্ভর। নালিতাবাড়ির কৃষি সমাজও পিছিয়ে নেই। ব্যাপক ধান উৎপাদনের মাধ্যমে এলাকায় ৪০ থেকে ৫০ টি ধান মিল গড়ে উঠেছে। প্রাচীনকাল হতে প্রাণী সম্পদে পরিপূর্ণ নালিতাবাড়ি। গৃহপালিত পশু ছাড়াও বনভূমিতে রয়েছে বন্যপ্রাণী ও পাখি। গারো পাহাড়ের পাদদেশে রয়েছে শাল, গজারি, সেগুন, তমাল প্রভৃতি জাতীয় সম্পদ। নালিতাবাড়ি উপজেলায় রয়েছে অফুরন্ত সিলিকা, বালি, চুনা পাথর, মোটা বালি, শক্ত পাথর। বর্তমানে স্ব সাধু মাল্টা উৎপাদনে ব্যাপক ভূমিকা রাখছে নালিতাবাড়ি।
উত্তরে ভারতের মেঘালয়। পশ্চিমে ঝিনাইগাতি, শ্রীবর্দীর ও শেরপুরের কিছু অংশ। দক্ষিণে নকলা ও শেরপুরের অংশ। পূর্বে হালুয়াঘাট, সীমান্তবর্তী পাহাড়।
শেরপুর জেলার সবচেয়ে বড় দীর্ঘতম ব্রিজ নালিতাবাড়ি শহরে অবস্থিত।
প্রশাসনিক এলাকা —
? থানা উদ্ভোদনঃ
? জেলা শহর থেকে দূরত্বঃ ২৭ কিলোমিটার।
? আয়তনঃ ৩২৯.৫৯ বর্গকিলোমিটার।
? জনসংখ্যাঃ ২,৫২,৯৩৫ জন প্রায়।
? জনসংখ্যা ঘনত্বঃ প্রতি বর্গকিলোমিটারে ৭৭২ জন।
? বসবাসকারী জনগণ ও অধিবাসীঃ মুসলিম, হিন্দু, খ্রিস্টান, গারো, হাজং, হদি, মন্দাই, কোচ প্রভৃতি আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে।
? পৌরসভাঃ ০১ টি।
১। নালিতাবাড়ি পৌরসভা।
? ইউনিয়নঃ ১২ টি।
১। পোড়াগাঁও
২। নন্নী
৩। রাজনগর
৪। নয়াবিল
৫। রামচন্দ্রকুড়া
৬। কাকরকান্দি
৭। নালিতাবাড়ি
৮। রুপনারায়নকুড়া
৯। মরিচপূরাণ
১০। যোগানীয়া
১১। বাগবেড়
১২। কলসপাড়
? গ্রাম সংখ্যাঃ ১৩৮ টি।
? মৌজঃ ১০৮ টি।
? মসজিদ সংখ্যাঃ ২৮৭ টি।
? মন্দির সংখ্যাঃ ৩৮ টি।
? গীর্জাঃ
? স্টেডিয়ামঃ
? হাট-বাজারঃ ৪২ টি।
? পোস্ট অফিসঃ ১৩ টি।
শিক্ষা সংক্রান্ত তথ্য —
? সরকারি প্রাথমিক বিদ্যালয়ঃ ৬২ টি।
? বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ঃ ৪০ টি।
? জুনিয়র উচ্চ বিদ্যালয়ঃ ৯ টি।
? বালিকা উচ্চ বিদ্যালয়ঃ ৪ টি।
? দাখিল মাদ্রাসাঃ ১৩ টি।
? আলিম মাদ্রাসাঃ ৫ টি।
? ফাজিল মাদ্রাসাঃ ২ টি।
? কলেজঃ ৪ টি।
? কারিগরি কলেজঃ ১ টি।
স্বাস্থ্য সংক্রান্ত তথ্য —
? উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সঃ ০১ টি।
? উপস্বাস্থ্য কেন্দ্রঃ ০২ টি।
? উপজেলা পরিবার কল্যাণ কেন্দ্রঃ ০১ টি।
? ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রঃ ০৪ টি।
? স্থলবন্দরঃ ১ টি।
১। নাকুগাঁ স্থল বন্দর
পোস্ট কোড —
? উপজেলা পোস্ট কোডঃ ২১১০
? হাতীবান্ধাঃ ২১১১
বিশিষ্ট ব্যক্তিত্ব —
? শহীদ নাজমুল আহসান
? আরিফুল হক মিলন
প্রধান ফসল —
প্রধান কৃষি ফসল ধান, পাট, গম, আলু, সরিষা, শাকসবজি।
দর্শনীয় স্থান —
? বারোমারী খিষ্টান মিশন
? পানিহাটা খিষ্টান মিশন
? মধুটিলা ইকো পার্ক
? নাকুগাও স্থল বন্দর
? রাবার ড্যাম।
তথ্য সূত্র-
? উইকিপিডিয়া
? বাংলাপিডিয়া
? শেরপুর জেলার ইতিবৃত্ত (বই)
চমৎকার বর্ণনার জন্য আন্তরিক ধন্যবাদ