Our Sherpur

দেশের দীর্ঘতম দেয়ালিকা শেরপুর দুই সহস্রাধিক লেখায় ছিলো ভরপুর

আবির্ভাব

বাংলা নববর্ষ-১৪২৬ উপলক্ষ্যে শেরপুরের এসএসসি – ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন আবির্ভাবের প্রচেষ্টায় ডিসি উদ্যানে প্রদর্শিত হলো দেশের সর্ববৃহৎ দেয়ালিকা। এতে ভিক্টোরিয়া একাডেমি, সরকারি বালিকা বিদ্যালয়, নবারুণ, পুলিশ লাইন্স এবং আইডিয়াল প্রিপারেটরি এন্ড হাই স্কুল ছাড়াও জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের স্বরচিত কবিতা, গল্প, কৌতুক এবং চমৎকার আঁকাআঁকির পাশাপাশি স্থানীয় কবি-সাহিত্যিকদের লেখাও স্থান পায়। আবির্ভাবের এমন প্রশংসনীয় কাজে সর্বাত্মক সহযোগিতা করেন জেলা প্রশাসন এবং জনউদ্যোগের সভাপতি আবুল কালাম আজাদ স্যার। চারদিন প্রদর্শনের পর গতকাল ১৯ এপ্রিল সন্ধ্যায় আবির্ভাবের ব্যান্ডদল কর্তৃক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাক এবং কবি-সাহিত্যিকদের উপস্থিতিতে ডিসি উদ্যান মুখরিত ছিলো।

FB IMG 1555736914549

শেরপুরের কবি-সাহিত্যিকদের মধ্যে যেখানে মধুর ঐক্য গড়া ভীষণ কঠিন ব্যাপার সেখানে দেশের বৃহত্তম দেয়ালিকার মাধ্যমে হাজার হাজার কবি তৈরির এমন উদ্যোগ।

Leave a Reply

Scroll to Top