তুলসীমালা ধানের শীষ
আঃ হাকিম সাব্বির

তুলসীমালার জন্য কৃষক
তৈরী করে জমি,
পায়েস পোলাও খাওয়ার জন্যে
আসবে শেরপুর তুমি।
তুলসীমালা ধানে’র শীষে
বাতাসে দেয় দোলা,
নবান্নেরই ফসল কেটে
কৃষক ভরে গোলা।
রান্না করলে পায়েস পোলাও
সুগন্ধির যে ঘ্রাণ,
ঐ ঘ্রাণে জুড়িয়ে যায়
বাংলা মায়ের প্রাণ।
তুলসীমালা বয়ে আনে
চাষীর মুখে হাসি,
এমন চালের ঘ্রাণে তাইতো
হাসছে বিশ্ববাসী।
