কবি হারুনুর রশীদ
হারুনুর রশীদ একজন মননশীল কবি। শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাধীন ইন্দিলপুর গ্রামে ১৯৭১ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতা রজব আলী মাস্টার ও মাতা হাজেরা খাতুন। ছোটোবেলা থেকেই নানান সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও লেখালেখির সাথে জড়িত। ছাত্র অবস্থায় এক দল স্বেচ্ছাসেবক নিয়ে “স্বনির্ভর বাংলাদেশ” সংগঠনের আওতায় ১৯৯৫ খ্রিস্টাব্দে তার নিজ জন্মভিটা ইন্দিলপুর মধ্যপাড়াকে নিরক্ষরতামুক্ত করে তোলেন।
প্রকাশিত বইসমূহ :–
বইয়ের নাম বিষয় প্রথম মুদ্রণ
১) বর্ণালী কাব্যগ্রন্থ ২০১১ খ্রিস্টাব্দ
২) আত্মসমর্পণ কাব্যগ্রন্থ ২০১৩ খ্রিস্টাব্দ
৩) কবি-অভীর নামতা পাঠ ছড়াগ্রন্থ ২০১৩ খ্রিস্টাব্দ
৪) টুকুর টুকুর ছড়া ছড়াগ্রন্থ ২০১৪ খ্রিস্টাব্দ
৫) শতরূপা কাব্যগ্রন্থ ২০২০ খ্রিস্টাব্দ
তার সম্পাদনায় দুইটি বই
১) শেরপুর জেলার এর ৩০ জন কবির কাব্যগ্রন্থ ’শেরপুর গাঙচিলকন্ঠ কবি ও কবিতা’ ২০২০ খ্রিস্টাব্দ।
২) বিশিষ্ট কবি, সাংবাদিক ও সমাজকর্মী রফিক মজিদ এর প্রথম কাব্যগ্রন্থ ‘অদৃশ্য অনুভূতি’ ২০২০ খ্রিস্টাব্দ।
এছাড়াও পঁচিশটি যৌথ গ্রন্থ প্রকাশিত হয়েছে।
দেশের বৃহত্তম সাহিত্য সংগঠন গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ থেকে ২০১৯ খ্রিস্টাব্দে “দক্ষ সংগঠক” সম্মাননা,
২০২০ খ্রিস্টাব্দে বর্ষসেরা সম্মাননা,
২০২১ খ্রিস্টাব্দে মহীউদ্দীন আহমদ স্মৃতি আজীবন সদস্য সম্মাননা,
২০২২ খ্রিস্টাব্দে রইজ উদ্দিন স্মৃতি বর্ষসেরা সম্মাননা ,
২০২৩ খ্রিস্টাব্দে গাঙচিল সেরা গ্রন্থ সম্মাননা-২০২৩ খ্রিস্টাব্দ লাভ করেন।
২০২০ খ্রিস্টাব্দে বর্ষসেরা কবি হিসেবে সম্মাননা পান বালাগঞ্জ শীতলপাটি সাহিত্য পরিষদ থেকে।
২০২৩ খ্রিস্টাব্দে বর্ষসেরা কবি সম্মাননা পেয়েছেন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্র থেকে।
২০২০, ২০২১, ২০২২ খ্রিস্টাব্দে শতরূপা সাহিত্য পরিষদ থেকে অন্যতম কবি সম্মাননা পান।
স্বপ্ন সাহিত্য চর্চা থেকেও ২০২০, ২০২১, ২০২২ ও ২০২৩ খ্রিস্টাব্দে সম্মাননা পান।
বিশ্ব বাংলা সাহিত্য নিকেতন থেকে সম্মাননা পুরস্কার পান ২০২১ খ্রিস্টাব্দে।
সার্ক আট দেশীয় কবি সম্মাননা পান ২০২২ খ্রিস্টাব্দে।
নজরুল স্মৃতি সম্মাননা ২০২২ খ্রিস্টাব্দ লাভ করেন।
শিকড় সাহিত্য সম্মাননা ২০২২ খ্রিস্টাব্দ লাভ করেন।
বাংলাদেশ ভারত সাহিত্য ও সংস্কৃতি পরিষদ থেকে সমরেশ সাহিত্য পুরস্কার-১৪৩০ বঙ্গাব্দ,
প্রতিভার উন্মেষ পুরস্কার-২০২৩ খ্রিস্টাব্দ লাভ করেন।
বাংলা সাহিত্য পরিষদ ইউকে সম্মাননা -২০২৩ খ্রিস্টাব্দ লাভ করেন।
নজরুল নিকেতন থেকে কাজী নজরুল ইসলামকে নিবেদিত ছড়ায় বিজয়ী সম্মাননা-২০২৩ খ্রিস্টাব্দ লাভ করেন।
২০২৩ খ্রিস্টাব্দে বাংলাদেশ কবি ও সাহিত্যিক পরিষদ থেকে মননশীল কবি সম্মাননা পান।
অন্যতম সেরা বই হিসেবে পুরস্কার পায় তার একক কাব্যগ্রন্থ “শতরূপা” কবি ও কবিতার ভুবন সম্মাননা-২০২৩ খ্রিস্টাব্দ, ভিন্নমাত্রা সম্মাননা-২০২৩ খ্রিস্টাব্দ, স্বপ্ন সাহিত্য চর্চা সম্মাননা-২০২৩ খ্রিস্টাব্দ, ইলোরা সোমা আন্তর্জাতিক সাহিত্য সম্মাননা -২০২৩ খ্রিস্টাব্দ লাভ করে।
এছাড়া আরও বেশ কিছু সম্মাননা পেয়েছেন। লেখায় মুনশিয়ানা ও মননশীলতা থাকার জন্য তিনি “মননশীল কবি” হিসেবে পরিচিত। দেশি-বিদেশি বিভিন্ন প্রচার মাধ্যমে তার লেখা প্রকাশিত হয়ে আসছে।
তথ্য: লেখক কর্তৃক সংগৃহীত।