মোঃ সাগর আহমেদ
১৯৯৫ সালের ১০ ডিসেম্বর সোমবার দিনে শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার নয়াবিল ইউনিয়নের অন্তর্গত দাওধারা গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন সাগর আহমেদ। বাবা রহমত আলি এবং মা আয়েশা খাতুন। পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয় হতে ২০১২ সালে মাধ্যমিক এবং নাজমুল স্মৃতি সরকারি (বিশ্ববিদ্যালয়) কলেজ হতে ২০১৪ উচ্চ মাধ্যমিক পাশ করেন। বর্তমানে শেরপুর (সরকারি) বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে অনার্সে অধ্যয়নরত আছেন।
ভাই-বোনদের মধ্যে সবার ছোট সাগর আহমেদ। তৃতীয় শ্রেণি থেকেই তার লেখালেখির শুরু। সাপ্তাহিক দশকাহনীয়া পত্রিকায় ‘বাংলার কবি’ নামক কবিতা প্রকাশের মাধ্যমে জনসম্মুখে আসে আগর আহমেদের কবিতা। এটি তার প্রথম প্রকাশিকত কবিতা। সাল ২০১০। এরপর থেকে বিভিন্ন পত্রিকা, ম্যাগাজিন ও যৌথ কাব্যগ্রন্থে নিয়মিত তার লেখা কবিতা, গল্প প্রকাশিত হতে থাকে। তার একক কাব্যগ্রন্থ সিন্ধুর পদ্য ২০১৬ সালের ফেব্রুয়ারি প্রকাশিত হয়। বইটি শেরপুরের পাঠক মহলে ব্যাপক আলোচিত হয়।
বিভিন্ন অনলাইন পত্রিকায় পিডিএফ আকারে প্রকাশিত বইগুলো হলো- কাব্যগ্রন্থ: প্রতিবাদ, মনুষ্যত্ব, সিন্ধু সঙ্গীত, এসো আল্লাহর গান গাই। প্রবন্ধগ্রন্থঃ দৈনন্দিন জীবন দর্শন। এছাড়া আরো কিছু অপ্রকাশিত বইয়ের পান্ডুলিপি হাতে রয়েছে। ভালো মানুষ হয়ে, সমাজের জন্য ভালো কিছু করার প্রত্যয় নিয়ে, পাশাপাশি সাহিত্য চর্চার মাধ্যমে, পাঠকদের ভালো কিছু দিতে পারার ইচ্ছায়, সবার দোয়া আর সহযোগিতায় সামনে এগিয়ে যেতে চান কবি সাগর আহমেদ।
কবির কয়েকটি কবিতার পঙক্তি-
“পৃথিবীর যত ভাল হয়ে গেছে বলা।
বাকি আজো রয়ে গেল সেই পথে চলা।”
(সিন্ধুর পদ্য)
“ধর্ম, শত পুস্তক ঘর ভরা সঠিক পথ চিনি না,
এত মানুষ পৃথিবী জুড়ে তবু কেউ কারো না।”
(মনুষ্যত্ব)
“মিথ্যে নামের বীর সেনাদের অস্ত্র অসি থেকে,
ভাষার ধ্বনি বঙ্গ ছেলের রক্তে নিলাম এঁকে।”
(প্রতিবাদ)
তথ্যসূত্র: লেখক কর্তৃক সংগৃহীত।