আমাদের শেরপুর (গান)
হারুনুর রশীদ
পর্যটনের আনন্দেতে,
তুলশীমালার মজা পেতে
সাথে পল্লী মেঠো সুর।
চলে আসো শেরপুরে ভাই, আমাদের শেরপুর।২
ছোট গজনী, রাজার পাহাড়, নেওয়াবাড়ির টিলা।
কর্ণঝোরা, পানিহাতা, ভোগাই , মধুটিলা।
বন্য হাতি, পশুপাখি, সম্পদে ভরপুর।
চলে আসো শেরপুরে ভাই, আমাদের শেরপুর।২
জালের মতো আড়াআড়ি নদী বয়ে চলে।
তেপান্তরে বিস্তীর্ণ মাঠ, নানা ফসল ফলে।
ছানার পায়েস, মণ্ডা খেয়ে বাড়াই মনের জোর।
চলে আসো শেরপুরে ভাই, আমাদের শেরপুর।২
গজারি বন, কয়লা, পাথর, চিনামাটি, বালি।
গাজীর খামার শুয়ে আছেন জমিদার শের আলী।
গড়জরিপায় বারদুয়ারি, কালিদো সাগর।
চলে আসো শেরপুরে ভাই, আমাদের শেরপুর। ২ ঐ