প্রাণের বিশ্বকাপ | হারুনুর রশীদ
কর্তা বলেন, “ভর্তা খাবো বহুদিনের পরে।”
গিন্নি বলেন, “ক্যাম্নে বানাই? পেঁয়াজ তো নাই ঘরে!
দাম বেড়েছে, পেঁয়াজ এখন দেখাই যায় না চোখে!
নেভা আগুন জ্বালিয়ে তুমি আঘাত দিলে বুকে!”
চাকরটাকে ডেকে কর্তায় দেখান খানিক চোট।
“ব্যাগটা ভরে আনবি পিঁয়াজ, এই নিয়ে যা নোট।
দৌড়ে গিয়ে আনবি শীঘ্র ভালো করে দেখে।
তুলশীমালার সুস্বাদু ভাত খাবো ভর্তা মেখে।”
ফিরলো চাকর বাজার থেকে খা খা করে ব্যাগটা।
“বড় নোটে ভাগ্যের জোরে পেঁয়াজ পেলাম একটা!”
কর্তা বলেন, “শো-কেসে ওই পেঁয়াজ রাখো বাপ।
ওটাই মোদের গর্ব করার প্রাণের বিশ্বকাপ”॥