Our Sherpur

একনজরে শ্রীবরদী উপজেলা

শ্রীবরদী উপজেলা

প্রায় চার’শ বছর পূর্বে এ স্থানের নাম ছিল শম্ভুগঞ্জ। তিন’শ বছর আগে দিল্লি থেকে আগত জনৈক সাধক সারওয়ারদি নামানুসারে তার নাম হয় শ্রীবরদী। এ উপজেলার বেশি কিছু সংখ্যক দরবেশ আউলিয়ার শুভ আগমন হয়েছিল। হযরত শাহ কামাল, হযরত জরিনা শাহ আরো অনেকে। এক সময়ে শ্রীবরর্দী উপজেলায় গড়জরিপা পরগনার রাজধানী ছিল। হযরত জরিপ শাহ এ গড়জরিপায় মারা যান এবং সেখানে মাজার আজও বিদ্যমান।

প্রশাসনিক এলাকা

  • থানা উদ্ভোদনঃ ৩১ মার্চ ১৯১৮ সালে শ্রীবরদী থানা গঠিত হয়। পরবর্তীতে ১৯৮২ সালের ১৫ নভেম্বর উপজেলায় উন্নত হয়।
  • জেলা শহর থেকে দূরত্বঃ ১৮ কিলোমিটার।
  • আয়তনঃ  ২৫২.৪৪ বর্গকিলোমিটা।
  • জনসংখ্যাঃ ২,২৮,১৯৪ জন।
  • জনসংখ্যা ঘনত্বঃ ৮৯৬ প্রতি বর্গকিলোমিটারে।
  • পৌরসভাঃ ১ টি।
  • শ্রীবরদী পৌরসভা।
Products list of Our Sherpur

ইউনিয়নঃ ১০ টি:

  1. কাকিলাকুড়া 
  2. কুড়িকাহনীয়া 
  3. খড়িয়া কাজীরচর 
  4. গড়জরিপা 
  5. গোঁসাইপুর
  6. তাঁতিহাটী 
  7. ভেলুয়া
  8. রাণীশিমুল 
  9. শ্রীবরদী এবং
  10. সিংগা বরুনা।
  • মৌজাঃ ৭৭ টি।
  • গ্রামঃ ১৯৪ টি।
  • মসজিদঃ ৫২৪ টি।
  • মন্দির সংখ্যাঃ ২৫ টি।
  • গীর্জাঃ ৫ টি।
  • পোস্ট কোডঃ ২১৩০

শিক্ষা সংক্রান্ত তথ্য

  • সরকারি প্রাথমিক বিদ্যালয়ঃ ৭৭ টি।
  • বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ঃ ৭৪ টি।
  • মাধ্যমিক বিদ্যালয়ঃ ২৫ টি।
  • নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ঃ ৬ টি।
  • সরকারি কলেজঃ ১ টি।
  • মহিলা কলেজঃ ১ টি।
  • আলিম মাদ্রাসাঃ ৪ টি।
  • ফাজিল মাদ্রাসাঃ ২ টি।
  • কামিল মাদ্রাসাঃ ১ টি।

স্বাস্থ্য সংক্রান্ত তথ্য

  • উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সঃ ১ টি।
  • কমিউনিটি ক্লিনিকঃ ২৩ টি।
  • উপজেলা পরিবার কল্যাণ কেন্দ্রঃ ৮ টি।

শ্রীবরদী উপজেলার বিশিষ্ট ব্যক্তি

  • শহীদ শাহ মুতাসমি বিল্লাহ খুররম (মরণোত্তর বীর বক্রিম)
  • কমান্ডার মোঃ জহুরুল হক মুন্সী বীর প্রতীক (বার)
  • ডাঃ আব্দুল্লাহ আল মাহমুদ খসরু
  • প্রখ্যাত নাট্যকার আব্দুল্লাহ আল মামুন
  • মরহুম বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব জমির উদ্দিন আহমেদ

দর্শনীয় স্থান

তথ্য সূত্র-

Leave a Reply

Scroll to Top