শারমিন সুমনা : ’আসসালামু ওয়ালাইকুম। উই থেকে তুলশীমালা চাল নিয়েছি অনেকদিন হয়ে গেছে কিন্তু রিভিউ দেয়া হয়নি। যদিও এই চাল নিয়ে নতুনভাবে বলার কিছুই নেই। কম বেশি সবাই জানেন তুলসীমালা চালের কথা। আর সেটা যদি হয় Md. Daloare Hossain ভাই এর তাহলে তো কোন কথাই নেই।
ভাই এর থেকেই নিয়েছি আমাদের ছেলের জন্য। এত সুন্দরভাবে প্যাকিং করা আমার তো খুলতেই ইচ্ছে করছিল না প্যাকেট। আর প্যাকেট খুলতেই সুন্দর একটা স্মেল পেয়ে গেলাম। আর বানিয়ে নিলাম আমার ইবতির জন্য খিচুড়ি।
এখন থেকে আমাদের ছেলের জন্য বানানো খাবার দেলোয়ার ভাই এর তুলশীমালা চাল দিয়েই করবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ ভাইয়া এত ভালো মানের চাল দেওয়ার জন্য। আপনার উদ্যোগের জন্য অনেক শুভকামনা রইল।’
সূত্র : ফেসবুক।