Our Sherpur

Rahima Haque : বাবার খাবার

Rahima Haque

”অনেক মেয়েই স্বামীর সংসারে গেলে বাবাকে ভিন্ন রকমের মিস করে। মাঝে মাঝে মন চায় রান্না করে খাওয়াতে। বাবার অফিস আমার বাসার কাছে।আজকে মাকে বলেছিলাম বাবার জন্য খাবার পাঠাতে না। আমি পাঠাবো। করল্লা ভাজি, লাউ, বোয়াল মাছের ঝোল আর ডাল রান্না করেছিলাম। রান্না চুলায় দেবার পর দারওয়ান মামা এলেন তুলশীমালা চালের বস্তা নিয়ে। বাস্ মনে হলো বাবাকে এই চাল দিয়ে ভাত রান্না করে দিবো। পাঠিয়েও দিলাম। বিকেলে চাঁদপুর চলে এসেছি। সব নিয়ে এতো তাড়া ছিলো বাবাকে আর জিজ্ঞাস করা হয় নি চালটার স্বাদ কেমন লেগেছে? আসলে জীবন মানেই সময়ের সাথে যুদ্ধ। তবে সব কাজের মাঝে বাবাকে রান্না করে খাবার দিয়ে এসেছি এটাই অনেক আনন্দের।”

Rahima Haque
Rahima Haque Founder of Ain Sheba

Leave a Reply

Scroll to Top