ইফাত জাহান মিলা : ”কি এটা বলেন তো!!! হুম ঠিকই ধরেছেন পায়েস। Salma Neha আপুর কাস্টমার খাতিরের গুড় আর দেলোয়ার ভাই এর তুলশীমালা চালের যুগল বন্দী। আগে কিছু রান্না করলে কেউ যদি বলতো মাছটা ভালো বা চালটা ভালো তাই রান্না মজা হইছে, তখন খুব রাগ লাগতো। আর এখন নিজেই বলি, এটা Md. Daloare Hossain ভাই এর তুলশীমালা চাল, এটা সালমা আপুর গুড় তাই জম্পেশ রান্না হয়েছে। আসলেই আমাদের পুরো ব্রেইন ওয়াশ হয়ে গিয়েছে।”

সূত্র : ফেসবুক।