আয়েশা সিদ্দিকা : ”Md. Daloare Hossain ভাইয়ে কাছ থেকে তুলশীমালা চাউল অর্ডার করি। ভাইয়ের কুরিয়ার সার্ভিস অনেক ভালো। দেলোয়ার ভাই চাউল পাঠিয়ে বার বার খবর নিয়েছে চাউল পেয়েছি কি না। ভাইয়ে তুলশীমালা চাউল হাতে পেয়ে প্যাকেট খুলে দেখি চালটা খুবই ঘেরান। আম্মা চাউল দিয়ে পোলাও এবং বিরিয়ানির রান্না করেছে। চাউলটা অনেক ভালো চাউলটা স্বাদে গন্ধ একদম প্যারফেক্ট।
তুলশীমালা চাউলে বিরিয়ানি অনেক মজা, এই চাউলে কোন রকমে গ্যাস হয় না, খেতেও অনেক সুস্বাদু। তুলশীমালা চাউল দিয়ে পায়েশ, পোলাও, বিরিয়ানি, খিচুড়ি আরও অনেক কিছু খাওয়া যায়। অনেক অনেক ধন্যবাদ ভাই।”