Our Sherpur

সোনার বাংলা বাস সার্ভিস

শেরপুর নতুন বাস টার্মিনাল থেকে সোনার বাংলা বাস ময়মনসিংহ হয়ে নিয়মিত মহাখালী (ঢাকা) চলাচল করে। এই সার্ভিসের সবগুলো বাস নন এসি। শেরপুর জেলার একমাত্র বাস সার্ভিস যেটা ভোর থেকে রাত পর্যন্ত প্রতি ২৫ মিনিট অন্তর অন্তর চলাচল করে।

শেরপুর থেকে ঢাকা বাস ভাড়া কত?

শেরপুর থেকে ঢাকা সোনার বাংলা বাস ভাড়া জনপ্রতি ৪০০ টাকা। তবে চলমান বাসে উঠার সময় কথা বলে উঠলে কিছু টাকা কম দেওয়ার সুযোগ রয়েছে।

সোনার বাংলা বাস (Sonar Bangla Bus):

প্রতিদিন সকাল ৬টায় থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত ২৫ মিনিট পর পর শেরপুর থেকে ঢাকা (মহাখালী) সোনার বাংলা (Sonar Bangla Bus) বাস চলাচল করে। তাদের সেভাবে কাউন্টারের নাম্বার নেই। যেগুলো আছে সেগুলো সচল থাকেন না বেশির ভাগ সময়। তাই সরাসরি কাউন্টারে চলে যাওয়ার অনুরোধ। নিচের কাউন্টারের নাম ও ফোন নাম্বারগুলো দেওয়া হলো:

কাউন্টার (নতুন বাস টার্মিনাল)মোবাইল নাম্বারছাড়ার সময়
শেরপুর 01771550020ভোর ৬ টা থেকে শুরু
নকলা01771550030
গাজীপুর01710923126
মহাখালী01735812425রাত ৮টা পর্যন্ত
অভিযোগ নাম্বার01710099098, 01964875156
সকাল ৬টায় যাত্রা শুরু করে রাত ৮টা পর্যন্ত ২৫ মিনিট পর পর ছাড়ে। তাই ফোন নাম্বারগুলো সচল নাও থাকতে পারে।
শেরপুর জেলার যেসব পণ্য আওয়ার শেরপুর এর মাধ্যমে বিক্রি করা হয়।
শেরপুর জেলার যেসব পণ্য আওয়ার শেরপুর এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া যায়…

সোনর বাংলা নাইট কোচ:

প্রতিরাত ১২ টার সময় শেরপুর নতুন বাস টার্মিনাল থেকে মহাখালীর উদ্দেশে বাসটি ছাড়ে। ময়মনসিংহের চোরখাইতে হোটেল যাত্রা বিরতি দেয়। এবং ভোর বেলায় মহাখালী পৌছে।

কাউন্টার (নতুন বাস টার্মিনাল)মোবাইল নাম্বারছাড়ার সময়
শেরপুর শীঘ্রই দেবরাত ১২.০০টা
নকলাশীঘ্রই দেব
সুপারভাইজারশীঘ্রই দেব
সঠিত তথ্যের জন্য সুপারভাইজারের নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইল।

সোনার বাংলা বাস
Pic : Buses of Mymensingh Division

সকল গাড়ির তথ্য পেতে ক্লিক করুন

1 thought on “সোনার বাংলা বাস সার্ভিস”

Leave a Reply

Scroll to Top