Our Sherpur

শেরপুর জেলার নদ-নদী সমূহ


জেলা শহর শেরপুরে বিভিন্ন বিখ্যাত প্রাকৃতিক দর্শনীয় স্থানের পাশাপাশি রয়েছে কয়েকটি বিখ্যাত কয়েকটি নদ-নদী! কিছু নদী ভারত থেকে বয়ে এসেছে, আবার এসব নদীর কিছু শাখা নদীও রয়েছে!
সেগুলো হলোঃ
১। ব্রহ্মপুত্রঃ হিমালয়ের মানস সরোবর থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্ত দিয়ে প্রবেশ করেছে ব্রহ্মপুত্র নদটি। এই নদটির কিছু অংশ শেরপুর-জামালপুর সীমারেখায় প্রবাহমান হয়ে ময়মনসিংহ হয়ে পুরাতন ব্রহ্মপুত্র নাম ধারণ করেছে। এটি বাংলাদেশের একটি অন্যতম দীর্ঘতম নদ।
২। ভোগাইঃ ভারতের তুরা পাহাড় থেকে উৎপত্তি হয়ে শেরপুরের সীমান্তবর্তী ইউনিয়ন রামচন্দ্রকুড়া দিয়ে ভোগাই নামে বাংলাদেশে প্রবেশ করেছে। নদীটির আকৃতি সর্পিলাকার আর দৈর্ঘ্য প্রায় ২৫ কি.মি.।
৩। চেল্লাখালিঃ নদীটি ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম গারো পাহাড় জেলা হয়ে বাংলাদেশের ঝিনাইগাতি উপজেলা সীমান্ত দিয়ে প্রবেশ করে নালিতাবাড়ির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। নদীটিতে সারা বছরই জলপ্রবাহ থাকে। আনুমানিক দৈর্ঘ্য প্রায় ২৫ কি.মি.।
৪। কংসঃ ভোগাই নদীর কিছুর অংশের নাম কংস বলে ডাকা হয়। শেরপুর কংস নদীর তীরে অবস্থিত বলে বহুল পরিচিত।
এছাড়াও শেরপুর জেলার মধ্যে মালিঝি, সোমেশ্বরী, মহারশি প্রভৃত নদীর প্রবাহ রয়েছে।

তথ্য সংগ্রহঃ সাগর আহমেদ

Leave a Reply

Scroll to Top