মোঃ সাগর আহমেদ

শেরপুর জেলার ঐতিহাসিক স্থাপনা সমূহঃ

সদর উপজেলাঃ মাইসাহেবা মসজিদ (১৮৬১), কসবার মোঘল মসজিদ, জি.কে.পি. এম ইনস্টিটিউট, বানছিয়া বিল্ডিং, তিন আনি জমিদার বাড়ি, নয়আনি জমিদার বাড়ির নাট মন্দির, পনে তিনআনি জমিদার রঙমহল, রঘুনাথ জিউর মন্দির, শুকুরের দালান, হযরত শাহ কামাল রঃ এর মাজার, বয়রা ছাওয়াল পীরের দরগা, নরসিংহ জিউর আখরা। মসজিদ-৫৩৯টি, মন্দির-২৪টি, গির্জা-১টি, মঠ-৬।

নালিতাবাড়ি উপজেলাঃ সিধুলি গ্রামের চড়ুই পুতুলি পুকুর সংস্কারে আবিস্কৃত পত্ন নিদর্শন। শালমারা গ্রামের সামান্ত রাজা বা বৌদ্ধ বিহারের অবশেষ চিহ্ন। মসজিদ-৩৬৪টি, মন্দির-২০টি, গির্জা-১৯টি।

নকলা উপজেলাঃ রুণী গাঁয়ে গাজীর দরগাহ, চন্দ্রকোনা রাজলক্ষী উচ্চ বিদ্যালয়, কলাপাড়া মসজিদ, মসজিদ-২১৮টি, মন্দির-৪টি, গির্জা-১টি।

শ্রীবর্দী উপজেলাঃ গড়জরিপার বারোদুয়ারি মসজিদ

ঝিনাইগাতী উপজেলাঃ চারু-কারু কীর্তি পিকনিক স্পট, গজনী অবকাশের নয়নাভিরাম লেক, মৎস্যকন্যা, সিংহের মুখের সুড়ঙ্গপথ, সুউচ্চ টাওয়ার ইত্যাদি।

তথ্য সংগ্রহেঃ সাগর আহমেদ
তথ্যসুত্রঃ বাংলা একাডেমী বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা শেরপুর।

Leave a Reply