Our Sherpur

রুবেল খান

রুবেল খান

শেরপুর জেলার শ্রীবরদী থানার অধীনস্থ কুরুয়া নামক গ্রামে ১৯৯৮ সালের ৫ই ডিসেম্বর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে কবির জন্ম। পিতাঃ মোজাম্মেল হক (দুদু) ও মাতা মোছাঃ মালেকা বেগম। দশ ভাই-বোনের মধ্যে তিনি নবম। সাত বোন ও তিন ভাই। কুরুয়া দক্ষিণ পশ্চিম পাড়া ব্র্যাক প্রি-প্রাইারী স্কুল থেকে পি.এস.সি, বালিয়া চন্ডি এ এ পি উচ্চ বিদ্যালয় থেকে জে.এস.সি, কুরুয়া উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি ও শ্রীবরদী (সরকারি) কলেজ থেকে এইচ.এস.সি. সম্মানের সাথে পাশ করেন। বর্তমানে শেরপুর সরকারি (বিশ্ববিদ্যালয়) কলেজ এ “দর্শন” বিভাগে অনার্স ২য় বর্ষে অধ্যয়নরত।

Products list of Our Sherpur
শেরপুর জেলার যেসব পণ্য আওয়ার শেরপুর এ পাওয়া যায়।

ছোটবেলা থেকেই এইচ পি রুবেল খানের লেখা-লেখি করতে ভালো লাগে। বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে তার লেখা কবিতা, গল্প, অনুগল্প, ইসলামী সংগীত ও কৌতুক প্রকাশ হতে থাকে। মাসিক বিনোদন, সাতরং, রূপসী বাংলা, কিশোর কলম, মানব কণ্ঠ তে লেখা প্রকাশ হতো।

ইসলামী সংগীত রচনা ও নিজে সুর করেন। তার কয়েকটি যৌথ কাব্য ২০১৯ সালের বই মেলায় আসবে| ‘প্রভাতির আলো’, ‘নীহারিকা’,’কবিতা জীবনের কথা বলে’,’কবিতায় কবির ছায়া’ নামক যৌথ কাব্য।

তিনি অভিনয়েও দারুণ পারদর্শী। মঞ্চ নাটক, পথ্য নাটক ও কৌতুক অভিনয়ও করেন। দশ বছর বয়সে মঞ্চ নাটক “আপন-দুলাল”,”রঙ্গীন রূপবান”,”গরিবের ছেলে’তে শিশু অভিনয়ে বেশ সারা জাগে।

এইচ পি রুবেল খান চায় লেখনীতে পাঠকের মনে জায়গা করে নিতে। খুব সহজেই সকলের সাথে মিশে যেতে পারেন তিনি। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজ সংস্কারের সাথেও নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি সমাজে অবহেলিত মানুষদের নিয়ে ভাবেন। এইচ পি রুবেল খান তার লেখনীতে তুলে ধরেন সমাজে অবহেলিত, বঞ্চিত, নিপীড়ন, নির্যাতন, শোষণের প্রতিচ্ছবি।

শেখ সাদী, উইলিয়াম শেক্সপীয়ার, এইচ এম হার্ড, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাস, মাইকেল মধুসুদন দত্ত, সুকান্ত ভট্টাচার্য, হেলাল হাফিজ, নির্মলেন্দু গুণ এবং কথা সাহিত্যিক সেলিনা হোসেন তার প্রিয় কবি।

রুবেল খান সারা জীবন কোরআন আকড়ে ধরে সৎ পথে ও নবীর আর্দশে বাঁচতে চান। ভালো ও সুস্থ ধারার সাহিত্য চর্চা করে পাঠকদের মন জয় করতে চান।

Leave a Reply

Scroll to Top